কক্সবাজারের পেকুয়ায় গোপনে বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ আটকালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সোমবার (২৭ মে) সন্ধ্যায় বারবাকিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভারুয়াখালী রাব্বানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বরপক্ষ কৌশলে পালিয়ে যায়।
মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মেয়েটির মায়ের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে, যেন ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি আমরা নজরদারি করছি এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় স্থানীয় ইউপি সদস্য মনোয়ারা বেগম গ্রাম পুলিশ নুরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








