চলতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো ‘টপ টেন জিনিয়াস ইনটার্ন ডক্টরস এড দ্যা রেট অব ঢাকা ইউনিভার্সিটি সম্মাননা ২০২৫’ আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার ২৯ নভেম্বর, দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনটি হয়ে ওঠে নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলা।
সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় এই মেধাক্রমের বিষয়টি সম্পর্কে ওয়াকিফহাল নয় তাই এই বিশেষ খবরটি জানাতে এবং মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
ডা. নাজমুল হোসেন বলেন, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ক্রমেই বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেবেন। তাদের এই সাফল্য জাতিকে আরও আশাবাদী করে তোলে। তিনি এমন উদ্যোগ গ্রহণের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী।
তিনি বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. মো: মোস্তাক আহাম্মদ, ডিন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, অধ্যক্ষ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ; বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডাঃ আব্দুন নূর তুষার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দীপু।
নিজ নিজ বক্তৃতায় সবাই এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন। এবং ব্যতিক্রমী এই আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন:
১ম. ডা. উমাইর আফিফ, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩২০
২য়. ডা. তাহমিদ মিহদা ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩১৯
৩য়. ডা. জান্নাতুল ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩০৭
৪র্থ. ডা. মিথিলা ফারজানা, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯৩
৫ম. ডা. ইফফাত আমান অত্রি, মুগদা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৬
৬ষ্ঠ. ডা. এ. আর. জান্নাতুল নাঈমা রশ্নি, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮২
৭ম. ডা. শাহ মোঃ ফরিদ উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৬
৮ম. ডা. পারমিতা দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৫ (যুগ্ম)
৮ম. ডা. কাজী জান্নাতুল শশীপ্রভা, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৫ (যুগ্ম)
১০ম. ডা. স্টুটি রিমাল (নেপাল), ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৬৮
শীর্ষস্থানীয় এই ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠান সভাপতি প্রীতি চক্রবর্ত্তী এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। আগত অতিথিদের শুভেচ্ছা স্মারকও প্রদান করা হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানান, এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে, যাতে চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত হয়।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চ্যানেল আই-এর নন্দিত উপস্থাপিকা সামান্তা ইসলাম।









