সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের জন্য চমক রেখে দল দিয়েছে ক্যারিবিয়ানরা, ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের হয়ে ২৪ ম্যাচ খেলা অলরাউন্ডার কারিমা গোর।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবাবের আসরে প্রথমবার খেলেছেন কারিমা। বাংলাদেশ কিংবদন্তি সাকিব আল হাসানের সঙ্গে খেলেছেন অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকন্সের হয়ে। ১১ ম্যাচে ২১৯ রান করেছেন। নজরকাড়া পারফর্ম করে ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজ দলেই।
২৭ বর্ষী কারিমার জন্ম নিউইয়র্কের ব্রঙ্কসে। তার তার বাবা-মা অ্যান্টিগার। বয়সভিত্তিক পর্যায়ে অ্যান্টিগায় খেলেই বেড়ে উঠেছেন। ২০১৯ সালের এপ্রিলে পাপুয়া নিউগিনির বিপক্ষে ওয়ানডে দিয়ে যুক্তরাষ্ট্র জার্সিতে অভিষেক হয় তার। একইবছর আগস্টে কানাডার বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক। যুক্তরাষ্ট্রের হয়ে ১৬ ওয়ানডে ও ৮ টি-টুয়েন্টি খেলেছেন কারিমা।
ক্যারিবিয়ান ক্রিকেটে ক্যারিয়ার গড়ার চেষ্টায় ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের হয়ে সবশেষ খেলেছেন কারিমা। ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে লিওয়ার্ড আইল্যান্ডের হয়ে ৯৩ রানের ইনিংস খেলেন। গত নভেম্বরে গায়ানার গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন। গত জুন-জুলাইয়ে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলেছেন ৫ ম্যাচ। এরপর সিপিএলে ডাক পেলেন, শেষে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে।
নেপালের বিপক্ষে সিরিজে আকিল হোসেনের নেতৃত্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত টি-টুয়েন্টি অধিনায়ক শাই হোপ তখন ব্যস্ত থাকবেন টেস্ট দলের হয়ে ভারত সফরে। তাই ৩২ বর্ষী স্পিনার প্রথমবার পেয়েছেন অধিনায়কের দায়িত্ব।
নিয়মিত টি-টুয়েন্টি ক্রিকেটারদের অনেকেই সিরিজটিতে থাকছেন না। কারিমার পাশাপাশি আরও চার নতুন মুখ রয়েছে দলে। সুযোগ পেয়েছেন এবারের সিপিএলে নিজেকে মেলে ধরা ব্যাটার আকিম আগুস্তে, লেগ স্পিনার জিশান মোতারা, বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস ও উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় ২৭ সেপ্টেম্বর প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে নেপাল-ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুটি ম্যাচ গড়াবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: আকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, আকিম আগুস্তে, নাভিন বিদেইসি, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, কারিমা গোর, জেসন হোল্ডার, আমির জাঙ্গু, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, জিশান মোতারা, র্যামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।








