যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে গুলি চালিয়েছে ছয় বছরের এক শিশু। এতে গুরুতর আহত হয়েছেন এক স্কুলশিক্ষক।
শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলের এই ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি।
এটি কোন দুর্ঘটনা নয় উল্লেখ করে স্থানীয় এক পুলিশের কর্মকর্তা জানান, ঘটনার সাথে জড়িত ছয় বছরের এক শিক্ষার্থী। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এছাড়াও পুলিশের এই কর্মকর্তা জানান, আহত স্কুলশিক্ষকের বয়স ৩০ বছর। তিনি চিকিৎসাধীন রয়েছেন, তবে এখনও শঙ্কামুক্ত নন।
স্কুল অধ্যক্ষ জর্জ পার্কার বলেন, আমি হতবাক এবং হতাশ হয়েছি। শিশু-কিশোর ও তরুণদের কাছে বন্দুক থাকবে না এমন নিশ্চয়তার জন্য সহযোগিতা প্রয়োজন।
এর আগেও স্কুলে গুলির ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে জর্জরিত করেছে। গত মে মাসে টেক্সাসে ১৮ বছর বয়সী এক যুবকের গুলিতে ১৯ শিশু এবং দুই শিক্ষক নিহত হয়েছেন।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৪ হাজার বন্দুকন সম্পর্কিত মৃত্যু হয়েছে। যার মধ্যে অর্ধেক হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার ঘটনা এবং অর্ধেক রয়েছে আত্মহত্যার ঘটনা।








