আগের মৌসুমের হতাশা ভুলে অন্তত একটি শিরোপা জিততে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই আশা ভেঙে গেল। এফএ কাপের ইতিহাসে প্রথমবার ব্রাইটনের কাছে হেরে নতুন বছরের শুরুতেই শেষ তাদের স্বপ্ন। প্রতিযোগিতায় রেড ডেভিলদের বিপক্ষে প্রথমবার জয় পেয়েছে ব্রাইটন।
এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ১০ জনের ইউনাইটেড। লিগ কাপের পর এফএ কাপ থেকেও বিদায় নিতে হল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিকে। রাতের আরেক ম্যাচে পোর্টসমাউথকে ৪-১ গোলে উড়িয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল।
১৯৮১-৮২ মৌসুমের পর প্রথমবার ইউনাইটেড ঘরোয়া দুই টুর্নামেন্ট লিগ কাপ ও এফএ কাপের প্রথম বাধা অতিক্রম করতে ব্যর্থ হল। চলতি মৌসুমে তারা কেবল ৪০ ম্যাচ খেলবে, যা গত ১১১ বছরে সর্বনিম্ন।
চলতি মৌসুমে ইউনাইটেডের ভাবনায় এখন শুধু প্রিমিয়ার লিগ। যদিও শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৭ পয়েন্টে পিছিয়ে তারা।









