টি-টুয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেয়েছে বাংলাদেশ। চার-ছক্কার ফুলঝুরিতে ৫৩ বলে শতক তুলে নেন তরুণ পারভেজ হোসেন ইমন। এমন এক দিনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রত্যাশিত জয়ও পেয়েছে বাংলাদেশ। জয়ে খুশির সঙ্গে হতাশও অধিনায়ক লিটন দাস, আক্ষেপ শেষের দিকের ওভারে ভালো ব্যাট করতে না পারার।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে ইমন ছাড়া বাংলাদেশের কোন ব্যাটার উইকেটে টিকতে পারেননি। একপ্রান্তে ৯ ছক্কার রেকর্ড গড়া ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন বাঁহাতি ওপেনার। অন্যপাশে আর কেউ ২১ রানও ছাড়াতে পারেননি।
ইমন যেমন ব্যাটিং করছিলেন, একটা সময় মনে হচ্ছিল অনায়াসে ২০০ পার করে ফেলবে বাংলাদেশ। সেটা হয়নি। পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানে আটকে যান টাইগাররা। ইনিংসের শেষ তিন ওভারে আসে কেবল ২২ রান।
ম্যাচ শেষে লিটন বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছিল ব্যাট করার জন্য। পারভেজ যেভাবে খেলেছে এটা দেখার জন্য অসাধারণ ছিল। কিন্তু আমাদের ভালো শেষ করতে হতো, শেষ তিন ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি।’
‘আমি জানতাম বোলাররা যেকোনো সময় ফিরে আসতে পারে, তাদের শক্তি সম্পর্কে জানি। তারা (আমিরাত) যেভাবে মাঝের ওভারে ব্যাট করেছে, আমাদের নিজেদের বোলিংয়েও ফোকাস করতে হবে। এই মাঠে কীধরনের বল ভালো হয়, সেটা দেখতে হবে।’
কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আত্মবিশ্বাস পেয়েছে দল। তবে একটা সময় ফিফটি-ফিফটি হয়ে গিয়েছিল স্বীকার করছেন লিটন, ‘আত্মবিশ্বাস- যেভাবে সবাই বল করেছে, সবাই যেভাবে মাথা ঠাণ্ডা রেখেছে, মাঝে মনে হচ্ছিল ৫০-৫০ হয়ে গেছে। কিন্তু যেভাবে বোলাররা বল করেছে, অসাধারণ হয়েছে।’
দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৯১ রান করে টিম টাইগার্স। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে আমিরাতের ইনিংস।









