যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার এশিয়ার দেশ চীনের আকাশে দেখা গিয়েছে এক অজ্ঞাত বস্তু। যেটি নামামোর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার দ্য মিন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটি ‘দ্য পেপার’-এর উদ্বৃতি দিয়ে জানায়, চীনের কিংদাও বন্দর নগরীর কাছে পানির উপর দিয়ে একটি অজ্ঞাত বস্তু উড়তে দেখা যায়।
কিংদাও নগরীর জিমো জেলার সামুদ্রিক উন্নয়ন কর্তৃপক্ষের একজন কর্মচারী বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’ বস্তুটি নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি বস্তুটি সম্পর্কে অবগত নন বলেও জানান।
এছাড়াও তিনি বলেন, এলাকার জেলেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা চলতি মাসে এখন পর্যন্ত আকাশে উড়তে থাকা তিনটি অজ্ঞাত বস্তু নামিয়েছে। যার মধ্যে একটি ওয়াশিংটন দাবি করছে, চীন ইচ্ছাকৃতভাবে নজরদারির জন্য পাঠিয়েছে। তবে বেইজিং বিষয়টি সম্পর্কে বলেন, এটি একটি আবহাওয়া মনিটরিং করার জন্য তৈরি ডিভাইস, যা উড়ে গেছে।








