ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বকালের সেরা স্পিনার ডেরেক আন্ডারউড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তার মৃত্যুর খবর জানিয়েছে কেন্ট ক্রিকেট।
১৯৬৬ সালে টেস্টে অভিষিক্ত এই বাঁহাতি স্পিনার ৮৬ টেস্ট খেলেছেন। ২৫.৮৩ গড়ে নিয়েছেন ২৯৭ উইকেট। টেস্টে ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। ১৯৮২ সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন এই স্পিনার।
আন্ডারউডের প্রথম শ্রেণির ক্যারিয়ার কেটেছে কাউন্টি দল কেন্টে। ১৭ বছর বয়সে কেন্টের মূল দলে অভিষেক হয় তার। এরপর সেখানে খেলেছেন তিন যুগেরও বেশি সময়। ১৯৬৩-১৯৮৭ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৯০০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। ১৯.০৪ গড়ে কেন্টের হয়ে ২৫২৩ উইকেট নিয়েছেন সতীর্থদের কাছে ‘ডেডলি’ খেতাব পাওয়া এই স্পিনার।
১৯৮৭ সালে ক্রিকেটকে বিদায় বলা এই কিংবদন্তি ২০০৬ সালে কেন্ট ক্রিকেট ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পান। সেখানে দায়িত্ব পালন শেষে ২০০৮ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সভাপতি হন আন্ডারউড। ২০০৯ সালে আইসিসির ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন এই কিংবদন্তি স্পিনার।








