আগামী জানুয়ারিতে গড়াতে চলেছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। জিম্বাবুয়ে ও নামিবিয়াতে আসর গড়াবে। ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি। যুবাদের বিশ্ব মঞ্চে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৬ দলের প্রতিযোগিতায় চারটি গ্রুপে ৪টি করে দল থাকছে। ২৩ দিনে হবে ৪১ ম্যাচ। পাঁচটি ভেন্যুতে গড়াবে লড়াই। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব এবং কুইন্স স্পোর্টস ক্লাব এবং নামিবিয়ার এইচপি ওভাল এবং নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে ম্যাচগুলো।
উদ্বোধনী দিনে গড়াবে তিনটি ম্যাচ। যুক্তরাষ্ট্র ও ভারত, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এবং অভিষিক্ত দল তাঞ্জানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ৬ ফেব্রুয়ারি ফাইনাল গড়াবে হারারে স্পোর্টস ক্লাবে।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৭ জানুয়ারি, কুইন্স স্পোর্টস ক্লাবে টাইগারদের প্রতিপক্ষ ভারত। ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ২৩ জানুয়ারি, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে।









