শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। পঞ্চম ম্যাচে লঙ্কানদের হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে পারত আজিজুল হাকিম তামিমের দল। তবে কলম্বোতে ব্যাটিং ব্যর্থতায় সিরিজের জয়ের অপেক্ষা বেড়েছে যুবা টাইগারদের। লঙ্কানদের কাছে ২৭ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ৪২.৩ ওভার ব্যাট করে ১৯৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক দলটি। জবাবে নেমে ৪৫ ওভার ব্যাট করে ১৬৯ রানে টাইগারদের ইনিংস। জয়ে ২-৩ ব্যবধানে সিরিজ বাঁচিয়ে রাখল লঙ্কানরা।
আগে ব্যাটে নামা লঙ্কানদের চেপে ধরে সাইমুন বশির ও রিজান হোসেন-ফাহিম শাহরিয়াররা। স্বাগতিক ব্যাটারদের হয়ে আধাম হিলমি ৫৯ বলে ৫১ রান করেন। ৪৭ বলে ৪২ রান করেন ভিমাথ দিনসারা। এছাড়া কিথমা ভিদানাপাথিরানা ২৯ বলে ২৮ রান এবং সুহাস ফের্নান্দো ৪৪ বলে ২৮ রান করেন।
টাইগার বোলারদের মধ্যে সাইমুন বশির ৩ উইকেট নেন। রিজান হোসেন-ফাহিম শাহরিয়ার ও সাদ ইসলাম দুটি করে উইকেট নেন। দেবাশীষ দেবা নেন এক উইকেট।
জবাবে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতা দেখে। কেবল পাঁচ ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। সর্বোচ্চ ৩৭ রান করেছেন সাইমুন বশির। এছাড়া আব্দুল্লাহ ৩২ রান, ফরিদ হাসান ৩০ রান, রিজান ২৫ রান এবং দেবাশীষ দেবা ২৪ রান করেন।
লঙ্কানদের হয়ে ভিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান তিনটি করে উইকেট নেন। থারুসা নাভোদ্যা নেন দুটি উইকেট।









