অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে এসেছিল বাংলাদেশ। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ছন্দ হারিয়েছে টিম টাইগার্স। তাতে ৮ উইকেটে হেরে ফাইনালের টিকিট কাটা হল না আজিজুল হাকিম তামিমদের। ম্যাচের খুঁটিনাটি দেখে নিন একনজরে…
যুব আসরটির সব খেলা সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv
[vc_row][vc_column]
১৯.১২
৮ উইকেটে জয়ী পাকিস্তান
সক্ষিংপ্ত স্কোর (২৭ ওভারের ম্যাচ)
বাংলাদেশ- ১২১/১০ (২৬.৩)
সামিউন বশির-৩৩ (৩৭), আজিজুল হাকিম-২০ (২৬), রিফাত বেগ-১৪ (১৬)
আব্দুল সুবহান- ৪/২০, হুজাইফা আহসান- ২/১০
পাকিস্তান- ১২২/৩ (১৬.৩)
সামীর মিনহাস-৬৯ (৫৭), উসমান খান-২৭ (২৬)
সামিউন-১/১৭, ইকবাল হোসেন ইমন-১/২৬
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.৪৮
উসমান খানকে ফেরালেন সামিউন
১০.৩ ওভারে দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। সামিউন বশিরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন উসমান খান। ২৬ বলে ২৭ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.৫৮
প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন ইমন
প্রথম ওভারের শেষ বলে হামজা জহুরের উইকেট তুলে নিয়েছেন ইমন। মোহাম্মদ আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রানের খাতা খোলার আগেই। ১ রানে এক উইকেট হারাল পাকিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.৩৫
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ১২১/১০ (২৬.৩)
সামিউন বশির-৩৩ (৩৭), আজিজুল হাকিম-২০ (২৬), রিফাত বেগ-১৪ (১৬)
আব্দুল সুবহান- ৪/২০, হুজাইফা আহসান- ২/১০
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.৩২
অলআউট বাংলাদেশ
৩৭ বলে ৩৩ করে রান আউট হয়ে ফিরলেন সামিউন বশির। ফলে ২৬.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২১ রানে থেমেছে বাংলাদেশ। ২৭ ওভারে পাকিস্তানের লক্ষ্য ১২২ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.১৩
ফিরলেন সবুজ ও সাদ
বড় শট খেলতে গিয়ে ৫ বলে ২ রান করে ফিরলেন সবুজ। পরের ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন সাদ ইসলাম। ২৩.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১০৯ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.০৫
একশর আগে ৭ উইকেট নেই
এবার ফিরলেন ফরিদ হাসান। ২৩ বলে ৭ রান এসেছে তার ব্যাট থেকে। ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৯৮ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৬.৩৪
৬ উইকেট নেই
একের পর এক ব্যাটার সাজঘরে ফিরে যাচ্ছেন। সেমিফাইনালে নেমে ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ। ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে একশ রানেও যেতে পারেনি জুনিয়র টিম টাইগার্স। বাংলাদেশ ১৬ ওভারে ৭৪/৬।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৬.১৫
এক ওভারে দুই উইকেট নেই বাংলাদেশের
১৩তম ওভারের প্রথম বলেই ফিরলেন আজিজুল। আগের ওভারে ছক্কার মারার পর আব্দুল সুবহানের প্রথম বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। একটি করে চার ও ছক্কায় ২৬ বলে ২০ রান করেছেন তিনি। আর ৮ রান করা কালাম সিদ্দিকিকে বোল্ড করে ফেরালেন ওভারের শেষ বলে।
১৩ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৬.০৮
বাংলাদেশের ৫০
অধিনায়ক আজিজুল হাকিমের ছক্কায় ৫০ ছাড়িয়েছে বাংলাদেশ। ২৫ বলে ২০ রান করে অপরাজিত আছেন তিনি। ৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন কালাম সিদ্দিকি। ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৫.৩৪
দুই ওপেনারই সাজঘরে
দেখেশুনে শুরুর পর দ্রুত দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ ওভারে রিফাত বেগ (১৪) ও দুর্দান্ত ফর্মে থাকা জাওয়াদ আবরার (৯) সাজঘরের পথ ধরেছেন। বাংলাদেশ ৬.২ ওভারে ২৪/২।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৫.০৮
কাটা হয়েছে ওভার
সেমিফাইনালের জন্য ২৭ ওভার করে নির্ধারিত হয়েছে খেলা। ব্যাটে নেমে দেখে শুনে শুরু করেছে আজিজুল হাকিমের দল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৫.০০
টস
প্রায় চার পর ঘণ্টা পর হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টস। জিতে বাংলাদেশকে আগে ব্যাটে ডেকেছে পাকিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৩.৩০
এখনও হয়নি টস
ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের পর আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের টস হয়নি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.০০
বিলম্বিত টস
ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে হয়নি বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের টস। ফলে সকাল ১১টায় ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।
[/vc_column_text][/vc_column][/vc_row]









