অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট ওয়ানডের আসর শুরু হচ্ছে শুক্রবার থেকে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুবাইতে আসরের শিরোপা উন্মোচন করা হয়েছে। আসরে অংশগ্রহণ করা আট দলের অধিনায়ক ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম শিরোপা উন্মোচনে উপস্থিত ছিলেন।
আসরে দুই গ্রুপে ভাগ হয়ে আট দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’তে। বাংলাদেশের গ্রুপে থাকা বাকি দলগুলো হল- আফগানিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ম্যাচে আফগান যুবাদের বিপক্ষে খেলবে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের আসরটি হবে ৫০ ওভারের। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ মৌসুমে ভারতকে ৫৯ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল আজিজুল হাকিম তামিমের দল। এবার দেশ ছাড়ার আগে তৃতীয় শিরোপা ঘরে তোলার আশা প্রকাশ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক।
‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। প্রতি গ্রুপের শীর্ষ দুদল যাবে সেমিফাইনালে। শেষে ফাইনাল। বাংলাদেশ সময় বেলা ১১টায় গড়াবে প্রতিটি ম্যাচ।









