আগামী ১২ ডিসেম্বর পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। সংযুক্ত আরব আমিরাতে গড়াবে টুর্নামেন্ট। ২১ ডিসেম্বর পর্দা নামবে। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে। আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে ১৫ জনের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৮ দলের অংশগ্রহণে গড়াবে আসর। দুই গ্রুপে লড়াই। বাংলাদেশ ‘বি’ গ্রুপে, সঙ্গী শ্রীলঙ্কা-আফগানিস্তান ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। প্রতি গ্রুপের শীর্ষ দুদল যাবে সেমিফাইনালে। শেষে ফাইনাল। বাংলাদেশ সময় বেলা ১১টায় গড়াবে প্রতিটি ম্যাচ।
১৩ ডিসেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ১৫ ডিসেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে যুবা টিম টাইগার্স।
এশিয়া কাপের বাংলাদেশ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাদিন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, শাহরিয়ার আল আমিন, ইসলাম শাহজাদা, ইসলাম শাহজাহান।
স্ট্যান্ডবাই: রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশীষ সরকার দেবা।









