অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। জাওয়াদ আবরার এবং রিফাত বেগের ঝড়ো ওপেনিং জুটিতে প্রথমদিকে সুবিধা করতে পারেননি আফগান বোলাররা। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় জাওয়াদের। ৭ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পেয়েছে লাল-সবুজের দল। আসরের সব খেলা সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন।
আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv
সংযুক্ত আরব আমিরাতের আইসিসি একাডেমিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে তারা। জবাবে ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান করে জয়ের বন্দরে নোঙর ফেলে যুবা টাইগাররা।
আগে ব্যাটে নেমে ১৩ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন আফগান ওপেনার খলিদ আহমেদজাই। আরেক ওপেনার ওসমান সাদাত ৫০ বলে করেন ৩৪ রান। ক্রিজে একপ্রান্ত আগলে রাখেন ফয়সাল শিনোজাদা, ৮ চার ও ৪ ছক্কায় ৯৪ বলে করেন ১০৩ রান। উজাইরুল্লাহ নিয়াজি করেন ৫৫ বলে ৪৪ রান। আজিজুল্লাহ মাইখালি ৩৬ বলে অপরাজিত থাকেন ৩৮ রানে।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন এবং শাহারিয়ার আহমেদ। একটি করে উইকেট নেন সাদ ইসলাম, সামিউন বশীর এবং রিজান হসেন।
জবাবে নেমে দুই ওপেনার জাওয়াদ এবং রিফাত ১৬০ বলে গড়েন ১৫১ রানের ওপেনিং জুটি। জাওয়াদ ৯ চার ও ৬ ছক্কায় ১১২ বলে ৯৬ রানে ফেরেন এবং রিফাত ৫ চার ও ২ ছক্কায় ৬৮ বলে ৬২ রান করে আউট হন।
আজিজুল এবং কালাম সিদ্দিকির ৭১ বলে ৬৬ রানের জুটিতে পরে জয়ের কাছে এগোতে থাকে বাংলাদেশ। আজিজুল আউট হন ৪৮ বলে ৪৭ রান করে এবং কালাম আউট হন ৩৬ বলে ২৯ রানে। মোহাম্মদ আব্দুল্লাহ ২ রান এবং সামিউন ১ রান করে রান আউট হন। শেখ পারভেজ জীবন করেন ৭ বলে ১৩ রান। শেষদিকে রিজানের ১৩ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
আফগান বোলারদের মধ্যে রুহুল্লাহ আরব এবং খাতির স্টানিকজাই নেন ২টি করে উইকেট। সালাম খান নেন একটি উইকেট।
১৫ ডিসেম্বর, সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইস্ক্রিন।









