ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছেছে আয়ারল্যান্ড। কানাডার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে গড়ায় খেলায়। স্পট কিকে দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভাগ্য নির্ধারণ হয় দশম শটে। ৯-৮ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট কাটে আইরিশরা।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৪ নাম্বার পিচে আয়ারল্যান্ডের হয়ে গোল করেন মিচেল নুয়ান। কানাডার গোলটি করেন সার্জি কজলোবস্কি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে লিড পায় আয়ারল্যান্ড। ৮৫ মিনিটে কানাডাকে সমতায় ফেরান কজলোবস্কি। ১-১ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষের পর লড়াই গড়ায় টাইব্রেকারে। ফলাফল পেতে অপেক্ষা করতে হয় দশম শট পর্যন্ত। প্রথম ৫ শটে দুদলের গোলরক্ষকই একটি করে শট ঠেকিয়ে দেন। পরে দশম শটে কানাডার এলিজা রোচের শট ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক। ৯-৮ ব্যবধানে শেষ ষোলোর টিকিট কাটে তারা। পরবর্তী রাউন্ডে আয়ারল্যান্ড মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বিপক্ষে।









