বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। গণতন্ত্রের পথে উত্তরণে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সহায়তা করবে জাতিসংঘ বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন তিনি।
রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনে সহায়তা প্রদানের জন্য আমরা প্রস্তুত।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও নির্বাচন-সম্পর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।









