জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষার আহবান জানান। তবে যুক্তরাজ্য বিষয়টি উল্লেখ করে বলেন, মিয়ানমার সেই দেশগুলির মধ্যে একটি, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিকদের হত্যা ও কারাবন্দী করা হয়েছে।
সোমবার ৩ অক্টোবর, বিকাল ৪ টা ২৭ মিনিটে মিয়ানমারের সংবাদ সংস্থা ‘দি ইররাওয়াড্ডি’ নামের সামাজিকমাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া পোষ্টে এ তথ্য জানানো হয়েছে।
গত ২ নভেম্বর রোববার সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি সমাপ্তির আন্তর্জাতিক দিবসে গুতেরেসের প্রকাশিত বিবৃতিতে বলেন, যখন সাংবাদিকদের কথা বলতে বন্ধ করে দেওয়া হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলি। আসুন আমরা একসাথে দাঁড়াই সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করি, জবাবদিহিতা দাবি করি এবং নিশ্চিত করি যে যারা ক্ষমতার কাছে সত্য কথা বলেন তারা নির্ভয়ে তা করতে পারেন।
ইয়াঙ্গুনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস উল্লেখ করেছে যে ২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে কমপক্ষে সাতজন সাংবাদিক নিহত হয়েছেন, ২০০ জনেরও বেশিকে আটক করা হয়েছে এবং ৫১ জন মহিলা সাংবাদিকসহ কারাগারে রয়েছেন।
এটি মিয়ানমারের গণমাধ্যম কর্মীদের, বিশেষ করে নারী সাংবাদিকদের সাহসকে সম্মান জানায় যারা অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই হুমকির সম্মুখীন হন, একই সাথে গণমাধ্যমের স্বাধীনতার সকল লঙ্ঘনের নিন্দা জানায়।









