রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে ইসলামিক স্টেটের হামলায় কোনভাবে ইউক্রেন জড়িত নয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় মাইখাইলো পোদোলিয়াক বলেন, রাশিয়ার কনসার্টে ইসলামিক স্টেটের হামলায় ইউক্রেন কোনভাবে জড়িত না।
তিনি বলেন, এই ঘটনাগুলোর সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই। আমাদের রাশিয়ার সাথে একটি যুদ্ধ চলছে, যা শুধু দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ।







