রাশিয়ার দুটি কৌশলগত বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে ৪০টিরও বেশি বোমারু বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার মতে, ওলেনিয়া এবং বেলায়া বিমানঘাঁটিতে এই আক্রমণ চালানো হয়। হামলার নিশানায় ছিল রুশ টিইউ-৯৫ ও টিইউ-২২ কৌশলগত বোমারু বিমান, যেগুলোর মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
এসবিইউ’র এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রোববার ভোরে এই হামলা চালানো হয়। তার দাবি, ইউক্রেন এবার রাশিয়ার ভেতরে সবচেয়ে গভীরে ঢুকে সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে। হামলাটি হয়েছে সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলের স্রেডনি বসতিতে, যেখানে রাশিয়ার একটি সামরিক ইউনিট অবস্থান করছে। ওই অঞ্চলের গভর্নর হামলার সত্যতা স্বীকার করেছেন, যদিও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।
বেলারুশিয়ান সংবাদমাধ্যম নেক্সটা জানিয়েছে, মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটির কাছাকাছি প্রবল বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এটি রাশিয়ার অন্যতম কৌশলগত বিমানঘাঁটি, যেখানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানও মোতায়েন রয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে এ পর্যন্ত হামলা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো দাবি করছে, এই ড্রোন হামলা যদি সত্য হয়, তবে তা হবে যুদ্ধ শুরুর পর রুশ সামরিক কাঠামোর উপর সবচেয়ে সাহসী ও কৌশলগত আক্রমণগুলোর একটি।









