পোল্যান্ডের সঙ্গে পর্তুগালের প্রথমার্ধটা ছিল ম্যাড়ম্যাড়ে। বল দখল কিংবা আক্রমণ, দুদিক থেকেই আত্মবিশ্বাসী ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর দল। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রোনালদো-বাহিনী। পোল্যান্ডের জালে গোল উৎসবে শেষপর্যন্ত বড় জয়ে উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে রবের্তো মার্টিনেজ শিষ্যরা।
পোর্তোয় শুক্রবার রাতে গ্রুপপর্বের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে মার্টিনেজের দল। রোনালদোর প্রথম গোলটি এসেছে স্পটকিক থেকে, দ্বিতীয়টি অনেকদিন মনে রাখার মতো এক বাইসাইকেল কিকে। অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফের্নান্দেজ ও পেদ্রো নেতো।
এবারের নেশনস লিগে পঞ্চম এবং জাতীয় দলের হয়ে ১৩৫তম গোল করলেন রোনালদো। বর্ণিল ফুটবল ক্যারিয়ার তার মোট গোলসংখ্যা এখন রেকর্ড ৯১০টি।
গোলের জন্য এদিন ১৯টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে পর্তুগাল। যার সবগুলোই দ্বিতীয়ার্ধে। আর ১১ শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে পোল্যান্ড।
জয়ে গ্রুপচ্যাম্পিয়নও হয়েছে পর্তুগাল। ৫ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৩।
রাতের আরেক ম্যাচে ডেনমার্ককে হারিয়ে গ্রুপসেরা হয়েছে গতবারের চ্যাম্পিয়ন স্পেন। তারা যদিও আগেই শেষ আট নিশ্চিত করেছিল।কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-১এ জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।
ড্রয়ে আসর শুরুর পর টানা চতুর্থ জয় পেল স্পেন। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক।
৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের তিনে আছে সার্বিয়া। একই সময়ে এদিন তারা সুইজারল্যান্ডের সঙ্গে ১-১এ ড্র করেছে। ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সুইসদের।









