ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি উয়েফা থেকে সবচেয়ে বেশি বোনাস পাচ্ছে। তাদের জন্য ৫.১৭ মিলিয়ন ইউরো বা ৫.৯৪ মিলিয়ন ডলারের বোনাস ঘোষণা করেছে ইউরোপীয়ান ফুটবল সংস্থাটি। যা অন্য যেকোনো ক্লাবের থেকে বেশি। জাতীয় দলের হয়ে খেলতে সবচেয়ে বেশি খেলোয়াড় ছেড়ে দেয়ায় ‘ক্লাব বেনিফিট প্রোগ্রাম’ থেকে এ অর্থ দেয়া হবে।
৫৫ সদস্য দেশের ৯০১টি ক্লাবের মধ্যে রেকর্ড ২২৩ মিলিয়ন ইউরো ভাগ করে দেয়া হবে। ২০২০-২১ এবং ২০২২-২৩ উয়েফা নেশন্স লিগ, ২০২২-২৪ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বাছাই এবং ২০২৪ ইউরোতে জাতীয় দলে খেলার জন্য খেলোয়াড় ছেড়ে দেয়ার পুরস্কার এটি।
রিয়াল মাদ্রিদ পাচ্ছে ৪.৭৯ মিলিয়ন ইউরো, ইন্টার মিলান পাবে ৪.৬৫ মিলিয়ন। প্রতি খেলোয়াড় ছেড়ে দেয়ার জন্য সমান অর্থ পাবে ক্লাবগুলো। এরমধ্যে আছে ইংল্যান্ডের দশম সারির অপেশাদার দল ইয়র্কশায়ারও, পাচ্ছে ৭,৩০০ ইউরো।
ক্লাবগুলোর প্রশংসা করে উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফেরিন বলেছেন, ‘জাতীয় দলের প্রতিযোগিতায় সাফল্যে অবদান রাখার জন্য, খেলোয়াড়দের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং সমগ্র ফুটবল পিরামিডে সব আকারের এবং স্তরের ক্লাবগুলোকে আর্থিক পুরস্কার পেতে দেখা অসাধারণ। এরমধ্যে সফল উয়েফা ইউরো ২০২৪ ফাইনালও রয়েছে।’









