বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিশ্বকাপ বাছাই প্রায় শেষ হলেও ইউরোপের বাছাইয়ের খেলা এখনও চলছে। উয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গতকাল হয়েছে বেশকিছু ম্যাচ। এসব ম্যাচে জায়ান্ট জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ জিতেছে বড় দলগুলো। তবে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ড্র করেছে বেলজিয়াম।
বাছাইপর্বে বড় জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জসুয়া কিমিখের দল লুক্সেমবার্গকে হারিয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। দুটি গোল করেন জসুয়া কিমিখ। একটি করে গোল করেন ডেভিড রাউম ও সার্জ ন্যাবরি। জয়ে ‘এ’ গ্রুপে টেবিলের শীর্ষে উঠেছে জার্মানি।
নিজেদের ম্যাচে বড় জয় পেয়েছে বিশ্বকাপের আরেক চ্যাম্পিয়ন ফ্রান্স। আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কাইলিয়ান এমবাপের দল। এ ম্যাচেও গোল করে ফ্রান্সের হয়ে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন ২৬ বর্ষী তারকা। বড় জয়ে ‘ডি’ গ্রুপে টেবিলের শীর্ষে উঠেছে ফ্রান্স।
জার্মানি ও ফ্রান্স ছাড়াও বড় জয় তুলেছে ইউক্রেন। আইসল্যান্ডকে ইউক্রেন হারিয়েছে ৫-৩ গোলের বড় ব্যবধানে। এছাড়া সুইডেনের বিপক্ষে ২-০ গোলের জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে সুইজারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে স্লোভাকিয়ার বিপক্ষে। তবে নর্দার্ন মেসিডোনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বেলজিয়াম।









