শেষ হয়েছে মেয়েদের ২০২৫ ইউরোর গ্রুপ পর্বের সব ম্যাচ। সুইজারল্যান্ডে আয়োজিত ১৪তম আসরে গ্রুপ পর্বে অংশ নেয় ১৬টি দল। গ্রুপ পর্ব শেষে চারটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্প্যিয়ন ও রানার্সআপ ৮ দল টিকিট কেটেছে কোয়ার্টার ফাইনালের।
শেষ আটে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে বেশি ৮বার শিরোপা জেতা জার্মানি। এছাড়াও ২ বারের চ্যাম্পিয়ন নরওয়ে ও প্রথমবার শিরোপা জেতা সুইডেন আছে শেষ আটে। আর বাকি ছয় দল হলো- বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন ও স্বাগতিক সুইজারল্যান্ড।
কোর্টারের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে ইতালি ও নরওয়ে। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার একই সময়ে ইংল্যান্ড খেলবে সুইডেনের বিপক্ষে। তৃতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। শনিবার একই সময়ে শেষ ম্যাচটি খেলবে জার্মানি ও ফ্রান্স।









