ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে হতে চলেছে ইউরোর পরের আসর। ১৮তম আসরে ২৪ দলের মহারণ রাঙ্গাতে ৮ শহরের ৯ ভেন্যু বেছে নিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। কার্ডিফে প্রথম ম্যাচ দিয়ে পর্দা উঠবে।
ইউরোপসেরার লড়াই গড়াবে ২০২৮ সালের ৯ জুন। ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, ৯ জুলাই। ওয়েলসের জাতীয় স্টেডিয়ামকে গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য বেছে নিয়েছে উয়েফা। ফাইনালের মতো দুই সেমিফাইনালও হবে ওয়েম্বলিতে।
আসরে হবে ৫১ ম্যাচ। কার্ডিফ ও লন্ডনের পাশাপাশি বার্মিংহ্যাম, ডাবলিন, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসল শহরের স্টেডিয়ামে গড়াবে খেলা।
ভেন্যু তালিকায় ওয়েম্বলি ও কার্ডিফসহ আছে বার্মিংহ্যামের ভিলা পার্ক, ডাবলিন অ্যারেনা, গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক, লিভারপুলের এভারটন স্টেডিয়াম, লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়াম ও
নিউক্যাসলের সেন্ট জেমস পার্ক স্টেডিয়াম।
ওয়েম্বলি ছাড়া প্রতিটি ভেন্যুতে শেষ ষোলোর ম্যাচ মাঠাবে। সরাসরি যোগ্যতা অর্জনকারী আয়োজক দেশগুলো গ্রুপপর্বে নিজেদের ম্যাচ খেলবে ঘরের মাঠে।
উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন বলেছেন, ‘ইউরো ২০২৮ আসরে সবাই স্পষ্টত ও ঐক্যবদ্ধভাবে ফুটবলের কথা বলবো। আয়োজক দেশগুলো সমর্থকদের স্বাগত জানাতে বেশ আগ্রহী।’
উয়েফা নিশ্চিত করেছে আয়োজক চার দেশ অংশ নেবে ইউরোর কোয়ালিফায়ারে। যারা সরাসরি কোয়ালিফাইয়ে ব্যর্থ হবে তাদের জন্য সংরক্ষণে রাখা আছে দুটি স্পট। র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে সেটি নির্ধারণ করা হবে। ২০২৬ সালের ৬ ডিসেম্বর বেলফাস্টে হবে কোয়ালিফায়ারের ড্র।









