চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ঘরের মাঠে হার দিয়ে শুরু করল আর্সেনাল। এমিরেটসে সেমির প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে ১-০ গোলে হেরেছে তারা। চার মিনিটের সময় গোল করেন পিএসজি স্ট্রাইকার ওসমানে ডেম্বেলে। ওই গোল সেমির প্রথম লেগে আর্সেনালের ভাগ্য নির্ধারণ করে দেয়।
আর্সেনালের বিপক্ষে চার মিনিটের সময় ম্যাচের প্রথম আক্রমণ ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের, তাতেই গোল পেয়ে যায় ফরাসিরা। ওসমানে ডেম্বলের বাড়ানো বল ডি-বক্সে ফেরত দেন কাভিচা ভারাসকেলিয়া, ফিরতি বলে দারুণ শটে গোল করেন ডেম্বেলে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তাদের বেশকিছু আক্রমণে গোলবারে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া। শেষদিকে মিকেল মেরিনো এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দুটি সুযোগ পেলেও গোল করতে পারেননি।
বিরতির আগের মিনিটে পিএসজি গোলকিপার দোন্নারুমাকে একা পেয়েও গোল করতে পারেননি মার্টিনেল্লি। সমতায় ফেরার সূবর্ণ সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
বিরতি থেকে ফিরে দুর্দান্তরূপে ফেরে আর্সেনাল। ফিরেই ফ্রি-কিক থেকে হেডে গোল করেন মিকেল মেরিনো। ভিএআরে অফসাইড দেখে গোল বাতিল হয়। মিনিট চারেক পর লিয়ান্দ্রো ট্রোসার্ড আরেকটি ভালো সুযোগ পেয়েও সমতা আনতে পারেননি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের বেশিরভাগ আক্রমণ করেছে আর্সেনাল। ভালো কিছু সুযোগ পেয়েও গোল করতে পারেনি মিকেল আর্তেতার শিষ্যরা। ৮৩ মিনিটে ব্রাডলি বারকোলা গানারদের গোলকিপারকে একা পেয়ে ব্যবধান বাড়াতে পারেননি। মিনিট খানেক পর গঞ্জালো রামোস বল বারে মারেন।
শেষদিকে আরও কিছু চেষ্টা চালায় আর্সেনাল, তবে পিএসজির রক্ষণ ভাঙতে পারেনি। ঘরের মাঠে প্রথম লেগের খেলায় হার দিয়ে শুরু করল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিতে উঠেছে আর্সেনাল। পিএসজি হারিয়েছিল অ্যাস্টন ভিলাকে।









