গ্রীষ্মের তীব্র তাপদাহের জন্য ১০ মিনিটের মধ্যে শুক্রবারে জুমার নামাজ ও খুতবা শেষ করতে মসজিদগুলোকে নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
এমিরেটস নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে আরব নিউজ জানিয়েছে, আজ (২৮ জুন) শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাতে এই নির্দেশ কার্যকর হবে এবং অক্টোবরের শুরু পর্যন্ত চলবে।
এই নির্ধারিত সময়ের মধ্যে দেশটির মসজিদগুলোর প্রচারকদের খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে গ্রীষ্মকালে জুমার নামাজ এবং খুতবা দশ মিনিটের বেশি না হয়।
এই পদক্ষেপটি গ্রীষ্মের মাসগুলোতে যখন তাপমাত্রা বেশি থাকে তখন মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আজ শুক্রবার ২৮ তারিখ নামাজের সময় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।









