অনেক জল গড়িয়ে হাইব্রিড মডেলেই গড়াতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর। রাজনৈতিক বৈরিতায় পাকিস্তানে যাবে না ভারত। যেজন্য আয়োজনে বেগ পেতে হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। জটিলতা কাটায় আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে আসরের ম্যাচের তারিখ জানায় আইসিসি। নতুন বছরের ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে ৮ দলের টুর্নামেন্টের। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, সঙ্গী ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।
১৯ দিনের টুর্নামেন্টে ১৫টি ম্যাচ হবে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে মোট চার ভেন্যুতে লড়বে দলগুলো। ভারতের সব ম্যাচ এবং প্রথম সেমিফাইনাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি সব ম্যাচ হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। সব ম্যাচই দিবারাত্রির।
উদ্বোধনী ম্যাচে ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তাদের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় আরব আমিরাতে সফর করবে পাকিস্তান। পরে দেশে ফিরে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে।
২০ ফেব্রুয়ারি আসরের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ। টিম টাইগার্স আরব আমিরাতে ম্যাচ খেলে পাকিস্তানে যাবে। ২৪ ডিসেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। রাওয়ালপিন্ডিতে কিউইদের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ২৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তানের।
দুই সেমিফাইনালের প্রথমটি গড়াবে ৪ মার্চ। দ্বিতীয়টি ৫ মার্চ। প্রথম সেমির জন্য রিজার্ভ ডে না রাখা হলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়েছে। ৯ মার্চ ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে। ফাইনালের জন্যও রাখা হয়েছে রিজার্ভ ডে।
ভারত সেমিতে গেলে তাদের জন্য প্রথম সেমি নির্ধারিত রাখা হয়েছে। ম্যাচ গড়াবে দুবাইতে। ফাইনালের ভেন্যু লাহোর। ভারত ফাইনালে খেললে ম্যাচটি পাকিস্তান থেকে সরে গড়াবে দুবাইতে।
এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি
গ্রুপ-এ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
গ্রুপ-বি: অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।
ম্যাচ ডে
১৯ ফেব্রুয়ারি: পাকিস্তান-নিউজিল্যান্ড (করাচি)
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ভারত (দুবাই)
২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান-সাউথ আফ্রিকা (করাচি)
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (লাহোর)
২৩ ফেব্রুয়ারি: পাকিস্তান-ভারত (দুবাই)
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ-নিউজিল্যান্ড (রাওয়ালপিন্ডি)
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা (লাহোর)
২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান-ইংল্যান্ড (লাহোর)
২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান-বাংলাদেশ (রাওয়ালপিন্ডি)
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান-অস্ট্রেলিয়া (লাহোর)
১ মার্চ: সাউথ আফ্রিকা-ইংল্যান্ড (করাচি)
২ মার্চ: নিউজিল্যান্ড-ভারত (দুবাই)
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল (দুবাই)
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল (লাহোর)
৯ মার্চ: ফাইনাল (লাহোর, ভারত ফাইনালে খেললে দুবাই)









