চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না জাতীয় দলের বেশ কয়েকজন ব্যাটার। তার মধ্যে অন্যতম ইনফর্ম ওপেনার লিটন দাস। এবার পেস বোলার হাসান মাহমুদ ছিটকে গেলে আরব আমিরাতের পথে রওনা হওয়ার দুই দিন আগে। দেড় বছর পর জাতীয় দলে ফিরে বল হাতে ভালো ছন্দে ছিলেন এ তরুণ।
দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান হাসান। স্ক্যান করার পর একটি সূত্রে জানা যায় তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসান ইনজুরিতে পড়েছে। এটা খুবই দুর্ভাগ্যের। ছেলেটা যখনই ছন্দে আসে তখনই চোটে পড়ে। তবে আমরা আশা করি দ্রুত সে ফিরে আসবে। এশিয়া কাপে ও অ্যাভেইলভেল কিনা সেটি অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি তাই কিছু বলতে পারছি না। তবে দেখে মনে হচ্ছে এশিয়া কাপের প্রথম রাউন্ড মিস করবে।’
হাসানের বদলি প্রসঙ্গে খালেদ মাহমুদ বলেন, ‘রিপ্লেসমেন্ট কে হবে, সেটা নিয়ে আমরা এখনো চিন্তা করিনি। মাথায় অনেকগুলো নামই ঘুরছে। কাল ও পরশু আমাদের ম্যাচ সিনারিও সেশন আছে। দেখি ওখানে কী হয়।’
চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এ তরুণ। ফেরেন জিম্বাবুয়ে সফরের দলে। তরুণ এই পেসারের প্রত্যাবর্তনের সিরিজটা ভালো কেটেছিল। দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলে ৫ উইকেট নিয়ে জায়গা করে নেন এশিয়া কাপ টি-টুয়েন্টির দলে।
আজই আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয় বাংলাদেশের। প্রথম দিনেই চোট পান হাসান। মঙ্গলবার বিকেলে এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত যাবে টিম টাইগার্স।







