সংযুক্ত আরব আমিরাতে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিকদের ১৯৫ রানে হারিয়ে প্রথমবার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে টাইগার যুবারা। তরুণ ক্রিকেটারদের এমন অর্জনে আনন্দিত জাতীয় দলের ক্রিকেটাররা। রাব্বি-শিবলীদের অভিনন্দন জানিয়েছেন তামিম-মুশফিক ও মিরাজ-শান্তরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক আইয়ান আফজাল খান। ব্যাটে নেমে ২৮২ রানের সংগ্রহ আনে বাংলাদেশ। জবাবে ২৪.৫ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় আমিরাত।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে সেখানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকে ফেসবুকে যুবাদের অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। বলেছেন, ‘আমাদের ছেলেরা পেরেছে। এশিয়ার সেরা হওয়ায় অভিনন্দন অনূর্ধ্ব-১৯ দল। তোমাদের নিয়ে গর্বিত আমরা।’
টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! তরুণ টাইগারদের থাবার ছাপ এবার ইতিহাসের পাতায়! অভিনন্দন!’
দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও এশিয়ার চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘অসাধারণ! ভাল করেছো ছেলেরা।’
টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও অভিনন্দন জানিয়েছেন রাব্বিদের। লিখেছেন, ‘সাব্বাশ বাংলাদেশ। যুব এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন।’
টাইগার পেসার তাসকিন আহমেদ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আরব আমিরাতকে ১৯৫ রানে বিধ্বস্ত করে ১ম বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা ছিনিয়ে নিলো বাংলাদেশ।’








