অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই জিসান আলমের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টিম টাইগার্স। দারুণভাবে চাপ সামাল দেন দুই টপঅর্ডার ব্যাটার আশিকুর রহমান শিবলী ও চৌধুরী রিজওয়ান। শিবলীর সেঞ্চুরি ও রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে জুনিয়র টাইগার দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৯ রান। ১২৯ বলে ১০ চারে ১০০ রানে ব্যাট করছেন শিবলী। আরিফুল ইসলাম ৩৭ বলে ৬ চারে ৪৭ রানে ক্রিজে আছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক আইয়ান আফজাল খান। ১৪ রানে ওপেনিং জুটি ভাঙেন আমিরাতের অমিদ রেহমান। ১৫ বলে ৭ রান করে আউট হন জিসান।
তিনে নেমে শিবলীর সঙ্গে ১২৫ রানের বড় জুটি গড়েন চৌধুরী রিজওয়ান। দারুণ জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়েছে টিম টাইগার্স। ৪টি চার ও এক ছক্কায় ৭১ বলে ৬০ রান করে আউট হন রিজওয়ান।
আসরে এপর্যন্ত অপরাজিত বাংলাদেশ। গ্রুপপর্বে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপানকে হারিয়ে সেমিতে পা রাখে কোচ ওয়াসিম জাফরের শিষ্যরা, সেমিতে কোচের জন্মভূমি ভারতকে ৬১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে যুবা টাইগার দল।
এ নিয়ে দ্বিতীয়বার যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০১৯ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে লাল-সবুজের দলের স্বপ্ন ভেঙেছিল।







