‘দুইবার অস্ট্রেলিয়া এসেছিলেন শাকিব, কখনোই গ্রেপ্তার হননি’
২০১৬ সালে অস্ট্রেলিয়াতে শুটিংকালে শাকিব খানের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়। পরে যেখনাকার পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ গেলে তখনই সেটির নিষ্পত্তি করা হয়। জানিয়েছেন শাকিবের অস্ট্রেলিয়ান আইনজীবী উপল আমিন।
সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ান ক্রিমিনাল ডিফেন্সের এই লয়ার বলেন, শাকিব খান নির্দোষ এটার ব্যাপারে আমি একটা কনফার্মেশন লেটার পাব অস্ট্রেলিয়ান পুলিশ অথোরিটির কাছ থেকে এবং সেটাও আপনাদের দেখাবো।
শাকিবের আইনজীবী উপল আমিন বলেন, অভিযোগ তো মানুষ করতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, অভিযোগ করার পর কী হয়েছিল?…