বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ভোলার বাসিন্দা ইউনুস ও নগরীর বিসিক এলাকার বাসিন্দা হাবিব। তারা দু’জনেই বালুর ভরাটের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।
এছাড়া ঘটনার পরপর ট্রাকটি ফেলে চালাক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।







