কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক।
আজ সোমবার ২৩ অক্টোবর বিকেল পৌনে চারটার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধু ও ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে আসা মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।








