মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জামালপুরে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদরের শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর টানপাড়া কাচারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো —শাহবাজপুর টানপাড়া কাচারি এলাকার সোহেল রানার ছেলে মো. কাঁকন মিয়া (১৬) এবং পিঙ্গল হাটি গ্রামের মো. সুমন টিকাদার এর ছেলে সিনহাত টিকাদার (১৬)।
নিহত দুজনই ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে শাহবাজপুর বাজার থেকে বাড়ি আসার পথে শাহবাজপুর টানপাড়া কাচারী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।







