নবম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা শাহরিয়ার আজাদের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ এবং ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’। আগামী ২ থেকে ৬ এপ্রিল কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে এই উৎসব।
শাহরিয়ার আজাদ নির্মিত ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ একটি জোড়া কবুতরকে ঘিরে আবর্তিত গল্প, যেখানে নির্মাতার শৈশবের স্মৃতির ছাপ রয়েছে। দরবার শরীফের ব্যানারে স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করেছেন যুবরাজ শামীম। এর আগে রাশিয়া ও ইংল্যান্ডের দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।
অন্যদিকে ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’ একটি নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে স্বর্গ ও পৃথিবীর মাঝামাঝি এক রহস্যময় অবস্থানে আটকে থাকা একটি আত্মার যাত্রা তুলে ধরা হয়েছে।
সেই আত্মা নিজের জীবনের দুটি ভিন্ন অধ্যায় ফিরে দেখে—একটিতে সে একজন লেখক, যে মানুষের গল্প, অনুভূতি ও অভিজ্ঞতার ভাষা খুঁজে বেড়ায়; অন্যটিতে সে একজন পাদরি, যুদ্ধবিধ্বস্ত সময়ের সাক্ষী হিসেবে মানুষের কষ্ট, অপরাধবোধ ও স্বীকারোক্তি শুনে অভ্যস্ত। সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফ সিরাজ ও খালিদ হাসান।









