ফেনীর সোনাগাজীতে বিশেষ অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি এলজি বন্দুক উদ্ধারের দাবি করেছে যৌথবাহিনী।
রোববার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মমতাজ কেরানি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আলিফ আল গনি বলেন, অস্ত্রগুলো কবরস্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলে,উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মালিকানা শনাক্তের জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সোনাগাজীর মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের আবুল হোসেন সুজনের শিশু সন্তানের হাতে একটি এলজির ছবি ফেসবুকে ব্যপক ভাইরাল হয়। এরই সুত্রধরে রাতে মজলিশপুর ও বগাদানায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।









