নরসিংদীর রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ জনের বেশি।
সোমবার সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ বছর ধরে আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে হানিফ মাস্টার গ্রুপ ও ফিরোজ মেম্বার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই আজ ভোরে ফিরোজ মেম্বারের লোকজন হানিফ মাস্টারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সংঘর্ষে সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে এক নারী নিহত হন।
পরে স্বজনরা তার লাশ নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে আছে। নিহত মোমেনা খাতুনের পরিবারের দাবী, গুলির আঘাতে মারা গেছেন তিনি।
নিহত মোমেনা খাতুন হানিফ মাস্টারের সমর্থক ছিলেন বলে জানা যায়।
নরসিংদীর অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, সকালে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।









