গুমের ঘটনায় র্যাবের দুই সাবেক কর্মকর্তাকে বুধবার (২৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তারা হলেন, সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
গত ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল, প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ২৮ মে তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন।
চিফ প্রসিকিউটর জানান, র্যাবের এই দুই কর্মকর্তা অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত। গুমের শিকারদের বিভিন্ন আয়না ঘরে রেখে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হতো।









