ধানক্ষেতে পানিসেচ দিতে গিয়ে সেচপাম্পের বিদ্যুুৎস্পশে দুই কৃষক নিহত হয়েছেন। বুধবার ১২ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্রামের কৃষক আকরাম হোসেন (৪৫) ও আব্দুল হানিফ মিয়া ৫৬)।
বাজিতখিলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মো. উজ্জ্বল মিয়া জানান, কৃষক আকরাম হোসেন সকালে কৃষি শ্রমিক আব্দুল হান্নান মিয়াকে নিয়ে বোরো ধানক্ষেত পরিচর্যার জন্য যান। সেসময় পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে গিয়ে কৃষক আকরাম হোসেন বিদ্যুৎস্পর্শে কাতরাতে থাকেন। ওই সময় ধানক্ষেতে থাকা কৃষি মজুর আব্দুল হানিফ মিয়া দৌঁড়ে গিয়ে আকরাম হোসেনকে ছাড়ানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। আশপাশের ক্ষেতে কাজ করা লোকজন বিদ্যুতের লাইন বন্ধ করে ওই দু’জনকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পর্শে দু’জনের মৃত্যুর সংবাদ স্থানীয়দের নিকট থেকে জানার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।









