দেশের সিলেট অঞ্চলে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় ভূকম্পনের কেন্দ্র ছিল সিলেটের বিয়ানিবাজার এলাকায়।
আজ (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। পাঁচ মিনিট পর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূকম্পন সিলেট অঞ্চলে কম্পন সৃষ্টি করে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ৩০ কিলোমিটার।
এর আগে ও পরে পার্শ্ববর্তী অঞ্চলেও ভূকম্পন রেকর্ড হয়েছে। রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।
এ ছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার।









