কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি হাসপাতাল সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ (২৬ ডিসেম্বর) শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও ক্যাম্পবাসীর প্রায় আড়াই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে হাসপাতালটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা মূল্যবান চিকিৎসা সামগ্রী পুড়ে যায়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।
এর আগে একই দিন রাত ১০টার দিকে, অগ্নিকাণ্ডের প্রথম ঘটনার স্থান থেকে প্রায় চার কিলোমিটার দূরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত পাঁচটি বসতঘর পুড়ে যায়।









