কানাডার টরন্টোতে প্রাচ্যপ্রতীচ্য নাট্যের নতুন প্রযোজনাকে সামনে রেখে শেষ হলো দুই দিনের নাট্যকর্মশালা। পরিচালনা করেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম।
টোটাল থিয়েটারের উপর বিস্তারিত আলোচনাসহ মাথা থেকে নখ পর্যন্ত মঞ্চ কর্মীদের শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা ও এর অনুশীলনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। সহযোগিতা করেন শঙ্কু পুরকায়স্থ। ২৫ জনের মতো কর্মাশালায় অংশ নেন।
টরন্টো ডাউনটাউন এ অনুষ্ঠিত এই কর্মশালা থেকে তাদের নতুন প্রযোজনা দেওয়ান গাজীর কিসসা মঞ্চায়নের ঘোষণা দেন দলনেতা নাট্যজন ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম।
নতুন-পুরাতনের মিশেলে সকল মঞ্চকর্মী নিষ্ঠার সাথে কাজ করবেন এই প্রত্যয় ব্যক্ত করা হয়। আগামী বছর মধ্য সামারে নাটকটি টরন্টোর দর্শকদের কাছে নিয়ে আসতে পারবেন বলে দলটি আশাবাদী।
খুব শীঘ্রই ভ্যানু ও সময় সোশ্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় জানানো হবে।









