দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে দু’দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী জানান, ২৬শে জানুয়ারি দেশের সব জেলা সদর এবং ২৭শে জানুয়ারি সব মহানগরীতে এই কর্মসূচি পালন করা হবে। আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ হবে।






