রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে দুটি বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে। এক দল মানুষ দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এ প্রবেশ করানোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। ।
আজ (১৭ নভেম্বর) সোমবার দুপুর ১২টার দিকে দুটি বুলডোজার ট্রাকে করে সেখানে পৌঁছায়। এই নিয়ে চলতি বছরে ধানমন্ডি ৩২–এ বুলডোজার যাওয়ার এটি দ্বিতীয় ঘটনা।
বুলডোজারের ওপরে থাকা কয়েকজনকে এসময় স্লোগান দিতে দেখা যায়, যা মুহূর্তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পুলিশ বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।
এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন।
এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেয়। সেসময় একটি এক্সকাভেটরও কাজে অংশ নেয়।
এরও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্রজনতা ওই বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
আবারও বুলডোজার আনা হলেও কর্তৃপক্ষ বা কোন পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।









