কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পাখিউড়ায় ডোবার পানিতে ডুবে কামরুল হাসান (২) ও হোসাইন (৩) নামের আপন চাচাত দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার ১৯ আগস্ট বিকেলে উপজেলার দক্ষিণ চর সাজাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের আব্দুল আলিম ও নুরনবীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে নিহত শিশু দুটি খেলা করছিল। খেলতে খেলতে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখলে স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে।
রাজিবপুর থানা পুলিশেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম বলেন, আমি শোনা মাত্র ঘটনাস্থলে গেছি। এ বিষয়ে আলাদা আলাদা অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।









