স্প্যানিশ ক্লাব বার্সেলোনা গ্রীষ্মে ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন থেকে ১৯ বর্ষী উইঙ্গার রুনি বারদজিকে সাড়ে সাত মিলিয়ন ইউরো খরচে উড়িয়ে এনেছে। কাতালানদের পরের আগ্রহ ১৫ বর্ষী উইঙ্গার রায়ান বারদজিকে দলে টানা। রায়ান হল রুনির ছোটো ভাই।
ইউরোপের তরুণ প্রতিভা রুনির সহোদর রায়ান খেলছেন বড় ভাইয়ের সাবেক দল কোপেনহেগেনের যুব প্রকল্পে। রুনির সাথে স্প্যানিশ জায়ান্টদের ২০২৯ সাল পর্যন্ত চুক্তি হয়েছে।
লা মাসিয়ার স্কাউটিংয়ের নজর এখন রায়ানের উপর। তার মতো তরুণ প্রতিভাকেও দীর্ঘমেয়াদে চুক্তিতে চাচ্ছে বার্সা। রুনি কোপেনহেগেনে তিন মৌসুম খেলে চলতি মাসেই স্পেনে পাড়ি জমিয়েছেন, ৮৪ ম্যাচে ১৫ গোল রেখে।
১৬ বছরে পদার্পণের আগেই কোপেনহেগেনের সাথে চুক্তি শেষ হবে রায়ানের। যদি বার্সার সাথে চুক্তি হয়, তাহলে ডেনমার্ক থেকে লা মাসিয়ায় আসবেন তিনি। ন্যু ক্যাম্পে মেলবন্ধন হবে দুই ভাইয়ের।









