মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের রাজধানী মালেতে ডলার বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার ৪ জুলাই জানিয়েছে, বুধবার ৩ জুলাই রাতে মালে শহরে ডলার বিক্রির গোপন খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালদ্বীপে অবৈধভাবে থাকা বাবুল মিয়া ও মোহাম্মদ মোকচন্ডালীকে আটক করা হয়েছে। দুজনই বাংলাদেশের নাগরিক।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইমিগ্রেশন, পুলিশের সহায়তায় গত মার্চে ডলারে লেনদেনকারী ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করে ডিপোট করে একেবারে দেশে ফেরত পাঠিয়েছে ।
মালদ্বীপে বাংলাদেশ মিশনের কাউন্সিলর সোহেল পারভেজ মালদ্বীপে বসবাস করা সকল প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে চলার ও কোন ধরনের বেআইনি কাজে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।









