মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের গল্প নিয়ে ভারতীয় লেখক অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে বানানো সিনেমা ‘টুয়েলভথ ফেল’। বলিউডে গত অক্টোবরে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি নিয়ে চলছে বিস্তর হৈচৈ। দেখানো হয়েছে কীভাবে চরম দারিদ্র্যতা মোকাবেলা করে, বারবার ব্যর্থ হয়েও হার না মানা একজন সাধারণ ছেলে হয়ে ওঠেন ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার (আইপিএস)! দ্বাদশ শ্রেণিতে ফেল করা সেই ছাত্রের আইপিএস অফিসার হয়ে ওঠার গল্পে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের আবেগকে দারুণভাবে তুলে ধরা হয়েছে।
সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছেন খ্যাতিমান পরিচালক বিধু বিনোদ চোপড়া। ২০ কোটি রুপি বাজেটের সিনেমা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশি দর্শকরাও লুফে নিয়েছেন। বাবার দুর্দান্ত চলা সময়টাতে নিজেও দুর্দান্ত রূপে হাজির হলেন অগ্নি দেব চোপড়া। তবে বলিউডের রঙিন জগতে নয়, ক্রিকেট মাঠে। ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্সে সবার দৃষ্টি কেড়েছেন বিধু বিনোদের ছেলে অগ্নি দেব।
ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জী ট্রফিতে অভিষেক ম্যাচেই মিজোরামের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন অগ্নি। গুজরাটের গোকুলভাই সীমাভাই প্যাটেল স্টেডিয়ামে সিকিমের বিপক্ষে ১৭৯ বলে ১৬৬ রানের জ্বলজ্বলে ইনিংস খেলেছেন ২৫ বর্ষী তরুণ।
বাঁহাতি ব্যাটার অগ্নি নামের সার্থকতা প্রমাণ করে যেন ব্যাট হাতে আগুনই ছড়িয়েছেন। ১৯৯৮ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেয়া অগ্নি সিকিমের বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৯ বলে ৯২.৭৩ স্ট্রাইক রেটে ১৯ চার ও ৭ ছক্কায় ১৬৬ রানের ইনিংস খেলেছেন। ইনিংসটির মাহাত্ম বোঝা যাবে যখন জানবেন মিজোরাম ২১৪ রানে অলআউট হয়েছে। আগে ব্যাট করা সিকিম ৮ উইকেটে ৪৪২ রানে ইনিংস ঘোষণা করেছে।
২১৮ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়া মিজোরামকে আবারো টেনে তোলার যুদ্ধে নামেন ‘টুয়েলভথ ফেল’ পরিচালকের ছেলে। অল্পের জন্য পাননি ম্যাচে জোড়া সেঞ্চুরির দেখা। আগ্রাসী ব্যাটিংয়ে ৭৪ বলে ১২৪.৩২ স্ট্রাইক রেটে ১১ চার ও এক ছক্কায় ৯২ রান করে লেগ বিফোরে কাটা পড়েছেন।
সিকিম ১৭০ রানের লক্ষ্যে ৪ উইকেটের জয় পেলেও অগ্নি চোপড়া হয়ে উঠেছেন সত্যিকারের বিজয়ী। বুক চিতিয়ে লড়ে যাওয়া অগ্নি বাইশ গজে প্রতিটি মুহূর্তে ছিলেন টুয়েলভথ ফেল করা সেই ছাত্রের মতো হার না মানা লড়াকু মানসিকতার। অগ্নির ক্যারিয়ারের শুরুটা অবশ্য মসৃণ ছিল না। মুম্বাই জুনিয়র দলের হয়ে খেলা শুরু করলেও পরে মিজোরাম দলে যোগ দেন।
২০২৩ সালের অক্টোবরে দেশের উত্তর-পূর্ব রাজ্যের হয়ে অভিষেক অগ্নির। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি ছত্তিসগড়ের বিপক্ষে অফব্রেক বোলিংয়ে ৫ উইকেট নিয়েছিলেন। লিস্ট-এ ক্রিকেটে অভিষেকের মাত্র একমাসের মধ্যে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামেন।








