সেন্টমার্টিনে রাত্রিযাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। সংগঠনটির পক্ষ থেকে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। না হলে দাবি আদায়ে রাস্তায় নামতে টোয়াব বাধ্য হবে বলেও জানানো হয়েছে সম্মেলনে।
এসময় টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, আমাদের প্রবল আপত্তি সত্ত্বেও সেন্টমার্টিনে রাত্রিযাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়, নভেম্বর মাসে সেন্টমার্টিনে কোনো পর্যটক রাত্রিযাপন করতে পারবেন না। আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে দিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন এবং রাত্রিযাপন করতে পারবেন।
তিনি আরও বলেন, আর ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিনে সরকার পর্যটক যাতায়াত বন্ধ রাখবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। এতে করে পর্যটন শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ উদ্যোক্তারা সর্বস্বান্ত হয়ে যাবে। সেন্টমার্টিনে প্রায় ১০ হাজার মানুষ বাস করে। এরা সবাই পর্যটনের ওপর নির্ভরশীল। সেন্টমার্টিনে পর্যটন বন্ধ হলে এরা সবাই বেকার হয়ে যাবে। সেই সঙ্গে উদ্যোক্তাদের আর্থিক বিনিয়োগ এখন ঝুঁকির মুখে পড়বে। শুধু তাই নয়, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞার কারণেও পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উদ্যোক্তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে।









