গেল বছরের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ‘দেয়ালের দেশ’। বড়পর্দায় সিনেমাটি শুধু দেশে নয়, দেশের বাইরেও বেশ প্রশংসিত হয়েছে। এবার টেলিভিশনে প্রিমিয়ার হতে যাচ্ছে রাজ-বুবলী জুটির এই ছবি।
ঈদুল আজহায় চ্যানেল আইয়ের পর্দায় ‘দেয়ালের দেশ’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। এবারের ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারমধ্যে অন্যতম ‘দেয়ালের দেশ’।
অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, চ্যানেল আইয়ে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ‘দেয়ালের দেশ’ প্রচার হবে।
মুক্তির আগে সিনেমাটির টিজার প্রকাশের পর ব্যাপক আলোচনা তৈরি করে। মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী দর্শকদের অন্যরকম ভালো লাগা উপহার দেয়। এ কারণে সার্বিক হিসেবে ‘দেয়ালের দেশ’ মুক্তির পর আলোচনা তৈরি করে।
নবীন নির্মাতা মিশুক মনির পরিচালিত সরকারী অনুদানে নির্মিত এ সিনেমায় শরিফুল রাজ ও বুবলী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমাপ্তি মাসুক, স্বাগতা প্রমুখ।









